বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট (BJRI) এর জুনিয়র ফিল্ড এসিস্ট্যান্ট (Junior field assistant) পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাঃ মার্চ ২০২১
২/ ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়ঃ
প্রতিবাদ- বিরুদ্ধ বাদ- অব্যয়ীভাব আনত- ঈষৎ নত- অব্যয়ীভাব পণ্ডিতমূর্খ- পণ্ডিত হয়েও যে মূর্খ-নিপাতনে সিদ্ধ বহুব্রীহি জলদ- জল দেয় যা- উপপদ তৎপুরুষ পদ্মনাভ- পদ্ম নাভিতে যার- বহুব্রীহি
৩/ কারক ও বিভক্তি নির্ণয়ঃ
খুব ঘুম ঘুমিয়েছি- কর্মে শূন্য গুণহীন চিরদিন থাকে পরাধীন- কর্তৃকারকে শূন্য আপন পাঠে মন দাও- অধিকরণে ৭মী বাবাকে বড্ড ভয় হয়- অপাদানে ২য়া ফুুুলে ফুলে সাজিয়েছে ঘর- করণে ৭মী
৪/ এক কথায় প্রকাশঃ
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা যে রব শুনে এসেছে - রবাহূত যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- অবিমৃষ্যকারী হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত- আসমুদ্রহিমাচল যিনি যুদ্ধে স্থির থাকেন- যুধিষ্ঠির
৫/ Paragraph writing: Fruit processing
৬/(a) এটি মাত্র দু মিনিটের কাজ- It is a work of only two minutes.
(b) টেবিলটির পায়াগুলি লোহার তৈরি- The legs of the table are made of iron.
(c) আমার জামাটি চুরি হয়ে গেছে- My shirt has been stolen.
(d) তুমি কত ডজন আম চাও?- How many dozen of mangoes do you want?
(e) সে আমার কাছে দশ হাজার টাকা ঋণী- He owes me ten thousand taka.
৭/ Phrase and idioms:
Anything but- Not at all/মোটেই না- He likes anything but fishing.
Fresh leave- অনেক খুজেও এর কোনো অর্থ পাওয়া যায়নি। তবে French leave একটি idiom আছে। হয়তো এটাই প্রিন্টিং মিসটেক হয়ে যেতে পারে। French leave এর অর্থ - না বলেই বিদায় নেওয়া/চলে যাওয়া
Go to the dogs- To become ruined/গোল্লায় যাওয়া- His son has gone to the dogs.
Beat about the bush- talk irrelevantly/কাজের কথায় না এসে আজেবাজে কথা বলা-Please come to the point without beating about the bush.
Jolly well- বেশ/অত্যন্ত- He can jolly well finish the work in an hour.
৮/ একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ২৩৬৪ বর্গ সে.মি। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৬ঃ৫ঃ৪ হয়, তবে এর দৈর্ঘ্য কত সে.মি?
সমাধানঃ ধরি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য,a= ৬x সে.মি আয়তাকার ঘনবস্তুর প্রস্থ,b= ৫x সে.মি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা,c= ৪x সে.মি
প্রশ্নমতে, ২(ab+bc+ca)= ২৩৬৪ বা, ২{(৬x×৫x)+(৫x×৪x)+(৪x×৬x)}= ২৩৬৪ বা, ৩০x2 + ২০x2 +২৪x2= ১১৮২ বা, ৭৪x2 = ১১৮২ বা, x2 = ১১৮২÷৭৪
বা, x2= ১৫.৯৭২৯৭
বা, x= ৩.৯৯৬৬ (বর্গমূল করে)
সুতরাং, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ৬×৩.৯৯৬৬ = ২৩.৯৭৯৬ সে.মি
উঃ ২৩.৯৭৯৬ সে.মি
৯/ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি m বছর এবং অন্তর ২২ বছর।১২ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে বর্তমানে পুত্রের বয়স কত?
সমাধানঃ ধরি, পুত্রের বর্তমান বয়স= x বছর অতএব, পিতার বর্তমান বয়স= m-x বছর পিতা ও পুত্রের বয়সের অন্তর ২২ বছর সুতরাং, m-x-x= ২২ বা, m-২x= ২২ বা, m= ২x+২২ ..................(1)
আবার, ১২ বছর পর পিতার বয়স হবে= m-x+১২ এবং, ১২ বছর পর পুত্রের বয়স হবে= x+১২
প্রশ্নমতে, m-x+১২= ২(x+১২) বা, m-x+১২ = ২x+২৪ বা, m= ২x+ ২৪+x-১২ . বা, m=৩x+১২ বা, ২x+২২= ৩x+ ১২ (সমীকরণ 1 থেকে m এর মান ৷ বসিয়ে) বা, ৩x-২x=২২-১২
বা, x= ১০
অতএব, পুত্রের বর্তমান বয়স ১০ বছর উঃ ১০ বছর
১০/ x=√3+√2 হলে x² + 1/x² এর মান কত?
১১/ সাধারণ জ্ঞানঃ
(ক) কারাগারের রোজনামচা বইটিতে কত সালের কারাগারের স্মৃতি স্থান পেয়েছে? উঃ ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল
(খ) শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন কবে উদ্বোধন করা হয়? উঃ ২৫ মে ২০১৮
(গ) বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? উঃ চায়না
(ঘ) তোষা পাটের বৈজ্ঞানিক নাম কি? উঃ Corchorus olitorius
(ঙ) Nimbicidine কি? উঃ জৈব বালাইনাশক
(চ) বীজের পরিবর্তে গ্রাফটিংয়ের মাধ্যমে আমের চারা উৎপাদনের সুবিধা কি? উঃ দ্রুত এবং উন্নত মানের ফল পাওয়া যায়।
(ছ) বীজের স্তরগুলো কি কি? উঃ বীজের স্তর ৩ টি। এগুলো হলো ভ্রূণ, এন্ডোস্পার্ম ও বীজত্বক।
(জ) আলুর মড়ক রোগের জন্য দায়ী ছত্রাকের নাম কি? উঃ Phytophthora infestans
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন