শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান

    জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট 

পদের নাম : সাটমুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখ: ১৩ জানুয়ারি ২০২৩





 ১। কারক ও বিভক্তি নির্ণয়:

ক) বুলবুলিতে ধান খেয়েছে- কর্তৃকারকে ৭মী

খ) শিল্পীকে ডাকো- কর্মে ২য়া

গ) শরতে ধরাতল শিশিরে ঝলমল- অধিকরণে ৭মী

ঘ) পাঠে মন দাও- অধিকরণে ৭মী

ঙ) তিলে তৈল আছে- অধিকরণে ৭মী

২। এক কথায় প্রকাশ:

ক) যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান 

খ) যা পূর্বে দেখা যায়নি এমন- অদৃষ্টপূর্ব

গ) যা পাওয়া কষ্টকর- দুর্লভ 

ঘ) অন্তিমকাল উপস্থিত যার- মূমুর্ষূ

ঙ) খাওয়ার জন্য যে খরচ- খাইখরচ 

৩। সন্ধি বিচ্ছেদ:

গঙ্গা- গম্+গা 

চলচ্চিত্র- চলৎ+চিত্র

ষষ্ঠ- ষষ্+থ

মহেশ- মহা+ঈশ

অধোগতি- অধঃ+গতি

৪। ক) কল্যাণ   খ) লজ্জাকর   গ) জৈষ্ঠ্য  ঘ) শারীরিক   ঙ) সমীচীন 

৫। Transformation of sentence:

a) I drank much milk.

Negative: I did not drink a little drink.

b) Nobody trust a liar.

Interrogative: Does anybody trust a liar?

c) No other metal is as useful as iron.

Comparative: Iron is more useful than any other metal.

d) The man is kind.

Negative: The man is not  unkind

৬। a) Come on, shake a hand we're running late.

b) His father is an LLB.

c) The woman is partial to her daughter.

d) I came home after the rain had stopped.


৭। Translation:

a) আমি যদি সক্রেটিসের মতো দার্শনিক হতে পারতাম-I wish I were a philosopher like Socrates.

b) সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নেই- There are no other things sweeter than companions.

c) তার শিশুসুলভ আচরণ প্রশংসনীয়- His childish simplicity is praiseworthy.

d) দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার-The two countries are important business partners of Bangladesh.

৮। Padma bridge

৯। 2x - 2/x = 3 হলে, x2+ 1/x2-এর মান কত?

Answer: 2{x - (1/x)} = 3

= > x - (1/x) = 3/2

now,

x² + 1/x²

= {x - (1/x)}² + 2.x.(1/x)

= (3/2)² + 2

= (9/4) + 2

= (9 + 8)/4

= 17/4

Answer: 17/4

১০। একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো।বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশী হলে ৫% লাভ হতো।গরুটির ক্রয়মূল্য কত?

উত্তর: ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য = (১০০ - ১০)= ৯০ টাকা 

আবার, ৫% লাভে বিক্রয় মূল্য = (১০০+ ৫)= ১০৫ টাকা 

পার্থক্য= (১০৫ - ৯০ = ১৫ টাকা।
এখন, 
পার্থক্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য= ১০০ টাকা 
পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০÷১৫ টাকা 
পার্থক্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য =(১০০×৪৫০)÷১৫ = ৩০০০ টাকা।
  
উ: ক্রয়মূল্য ৩০০০ টাকা। 

১১। একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?

উত্তর: ধরি, আসল ১০০ টাকা

মুনাফা - আসলে দ্বিগুণ = ২০০ টাকা

∴মুনাফা = ২০০ - ১০০ = ১০০ টাকা

আবার, মুনাফা - আসলে তিনগুণ = ৩০০ টাকা

∴ মুনাফা = ৩০০ - ১০০ = ২০০ টাকা

এখন, ১০০ টাকা মুনাফা হয় = ৬ বছরে

∴ ২০০ টাকা মুনাফা হয় = (২০০×৬)/২০০ বছরে

= ১২ বছরে

উত্তর: ১২ বছর 

১২। 4IR সম্পর্কে যা জানুন লিখুন।

১৩। পূর্ণরূপ লিখুন

NATO- North Atlantic Treaty Organization

UPS- Uninterruptible Power Supply

MRT- MASS rapid transit 

FAX- Facsimile

UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization

১৪। সাধারণ জ্ঞান:

ক) বঙ্গবন্ধু জাতিসংঘের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন- ২৯ তম

খ) ৬ দফা পেশ করা হয়- ১৯৬৬ সালে। 

গ) জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর 

ঘ) বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন- রাষ্ট্রপতি

ঙ) বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার- স্বাধীনতা পুরস্কার


ভিডিও লেকচার 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা

 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের সার্ক...