শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা

 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা


২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের সার্কুলার:

 
Question pattern:

পদের নাম

জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (ফিজিক্স/কেমিস্ট্রি), জুনিয়র টেকনিশিয়ান (পাম্প) [১৬ গ্রেড]

প্রশ্নের ধরণ

MCQ- ৪০ (সাইন্স রিলেটেড প্রশ্ন- ৩০ ও অন্যান্য-১০) এবং লিখিত- ৬০ (সাইন্স রিলেটেড প্রশ্ন- ৫০ ও অন্যান্য-১০)

যেসব বই থেকে প্রশ্ন হবে

HSC এর  Physics ও Chemistry বই থেকে সংক্ষিপ্ত Theoretical প্রশ্ন ও Mathematical প্রশ্ন হবে। তাই এই বই দুইটি আয়ত্ত্ব করতে পারলেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটাই নিশ্চিত। অন্যান্য প্রশ্ন বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে আসবে।

Exam taker

সাধারণত DU বা BUET পরীক্ষা নিয়ে থাকে। সাধারণত BUET পরীক্ষা Mathematical প্রশ্ন বেশি থাকে। Exam taker ভেদে প্রশ্নের ধরণ সামান্য কিছু এদিক ওদিক হতে পারে। 

টেকনিক্যাল এটেনডেন্ট (১৭ গ্রেড) ও জুনিয়র টেকনিক্যাল এটেনডেন্ট (১৮ গ্রেড) পদের ক্ষেত্রেও প্রস্তুতির ধরণ একই। এই দুই পদের জন্য SSC লেভেলের Physics ও Chemistry বই ফলো করতে হবে। 

NPCBL এ চাকুরির সুবিধাসমূহ

০১। উচ্চ বেতন।

০২। নিয়মিত বিদেশে প্রশিক্ষণ। 

০৩।প্রায় ০১ বছরেরও বেশি সময় পর্যন্ত প্যানেল সংরক্ষণ করা হয়। তাই ভাইভা মোটামুটি ভালো দিলে চাকুরির আশা করতেই পারেন। 


পূর্ববর্তী বছরের একটি পদের প্রশ্ন


সতর্কতা:
NPCBL চূড়ান্ত নিয়োগদানের পূর্বে একাধিকবার পুলিশ ভেরিফিকেশন করে থাকে। তাই কোনো অসত্য তথ্য, ভূয়া অভিজ্ঞতা সনদ পেশ করবেন না। এমন করলে পরীক্ষা ভালো হলেও চাকুরি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা

 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি. (NPCBL) এর বিভিন্ন পদে নিয়োগের প্রস্তুতি নিয়ে বেসিক আলোচনা ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের সার্ক...